ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা শাখার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই নামের নতুন কমিটি অনুমোদন পেলো ভূরুঙ্গামারীতে।এই কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন সরকার রকীব আহমেদ জুয়েল,সাহাদ্দুল্লাহ মিলন,চৌধুরী শারমিন শামস্ মণি,আব্দুল মালেক সরকার,মাইদুল ইসলাম মুকুল।
এই নতুন কমিটিতে ৩১ জনের পূর্ণাঙ্গ নাম সভাপতি চঞ্চল মাহমুদ হাওলাদার,সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদের নাম দিয়ে ২২ জানুয়ারী ২০২২ ইং তারিখে অনুমোদন দিয়েছে কুড়িগ্রাম জেলা শাখার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা শিল্প কলা একাডেমির রাশেদুজ্জামান বাবু।
কমিটির বাকী ২৯ জন হলেন (সাংবাদিক)সহ সভাপতিঃ আব্দুর রাজ্জাক কাজল,রবিউল আলম মিন্টু, জাহিদুল ইসলাম, লুৎফর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদকঃ পরমা রহমান, মাসুদ রানা সুজন,সাংগঠনিক সম্পাদকঃ সুইটি খাতুন,
আমির ফয়সাল হ্যাভেন,দপ্তর সম্পাদকঃ তাহরিম ইমতিয়াজ তীব্র,প্রচার সম্পাদকঃ মিফতাউল মুহিত,অর্থ বিষয়ক সম্পাদকঃ অনিমা গির জ্যোতি,সাহিত্য ও গবেষনা বিষয়ক সম্পাদকঃ চৌধুরী নাজিয়াত মুরসালাত লোচন,
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকঃমাশিয়া মাহমুদ শশি,সাংস্কৃতিক সম্পাদকঃ মিতু রহমান,
ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদকঃ রাজু আহমেদ,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ জাকারিয়া কাজল হোসাইন,সদস্যঃ মোসুমী খাতুন,সুজন মিয়া, অর্পন মাহমুদ,মাহবুব রাসেদ রাকু, শিউলি খাতুন,মাইদুল ইসলাম,রাজু আহমেদ, মিফতাহুল জান্নাত লোপা,মহিবুল্লাহ দিপু, অভিনয় সাহা সৌম, কাজল রেখা হাওলাদার, লিপি হক,শাফি শিকদার।
নতুন কমিটির সভাপতি চঞ্চল মাহমুদ হাওলাদার ও সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ বলেন আমরা বঙ্গবন্ধু আদর্শে প্রগতিশীল সকল আন্দোলনে সদা জাগ্রত থেকে সংগঠনের সবাইকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই।