কললে- মোল্লা হারুন উর রশীদ
ঐ তো নীল আকাশ
নিলময় ছন্দ আকাশের
চারিদিকে সাদা মেঘের দাপটে
ঘুরছে জীবনের অসমাপ্ত গদ্য।
রঙের রাজা নীল, হাসছে শুন্য স্থানে।
উরতে বড়, স্বাদ জাগে
ডানা মেলে, উরে যেতাম সেখানে।
নিশিতে, আকাশে, তারার মেলা
জ্যোৎস্নার আলোকবর্তিকা, আকাশে ধুমকেতুর খেলা।
আহ! নিজেকে জেনো, হারিয়ে ফেলি
ঐ দুর নীল আকাশের, সাদা মেঘের মেলায়।
আবাবিল পাখি, যদি হতে পারতাম
৫৭০ খিষ্টাব্দের ইতিহাস কে, মনে করে দিতাম।
শিমুলের গায়ে কাটা
বসন্তকে রুপদেয়
সেই শিমুলের, লালহাসির ফুলটা।
নীলময় জীবন, প্রতিটি মানুষের হৃদয়ে, উজ্জিবিত হউক
নীল সাগরের মত, প্রফুল্লহৃদয় হউক।
হিংসা, লোভ, পরিহার করে,
নীলময় জীবন, পরিপূর্ণ হউক।