কলমে – মোল্লা হারুন উর রশীদ
আঘাতে আঘাতে
যে জীবন সারাক্ষণ চলে
সে জীবনে সব সময়
এমনি মমের মত গলে।
প্রতিটি মানুষ হোচট খেয়ে
সে এমনিতে চলে।
জীবনে যতবার হোচট খাবে
ততই শিখবে সখা/সখি কিবা নিকটতম
মুরুব্বীরা তাই বলে।
মন বলে
হাত শুনে
কান শোনে
মুখ তাই বলে।
পা সেতো
দৌড়ে কিংবা হেটে চলে।
মনেই সব জানে
মনেই তো বলে।
মন বুঝবি মনকে দিয়ে
মনের উপর চলিসনা বাহুবলে।