ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেে উচু নিচু বেঞ্চ বিতরন করা হয়েছে।বুধবার (২৫ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগিতায় উপজেলার ১৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এইসব বেঞ্চ বিতরন করা হয়।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান,জাইকা প্রকল্পের কর্মকর্তা শাহীনুর ইসলাম,ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনারা ফেরদৌস লিপি,সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।