রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইএসডিও উদ্ধোগে সাত শত হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৬জানুয়ারি) সকালে ইএসডিও সংস্থার আয়োজনে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। সংস্থার রাণীশংকৈল কার্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধনী সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, ইএসডিও জোনাল ম্যানেজার ওমর ফারুক, ইএসডিও উপজেলা ম্যানেজার খায়রুল আলম, প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলাম, এছাড়াও ইএসডিও সংস্থার উন্নয়ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।