ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে এক রাতে একটি শিক্ষপ্রতিষ্ঠান ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ ও উপজেলার নৈকাঠি বাজারের আল-মদিনা স্টোরে এ ঘটনা ঘটে।
আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন সেলিম জানায়, রাতে অফিস রুম ও কম্পিউটার রুমের দরজার তালা ভেঙ্গে চোরের দল ভিতরে প্রবেশ করে সকল আলমিরার তালা ভেঙ্গে ফেলে। এ সময় নৈশপ্রহরী টেরপেয়ে নিচে এসে ধাওয়া দিলে চোরের দল পালিয়ে যায়। তবে কিছু নিতে পারেনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
আল-মদিনা স্টোরের প্রোপাইটর আব্দুল হালিম আকন জানায়, ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালার স্কু খুলে চোর ভিতরে প্রবেশ করে। এ সময় ড্রয়ার থেকে নগদ এক লাখ তিন হাজার টাকা সিগারেট, সাবান, তৈল সহ মোট দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় চোরের দল।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, দুটি ঘটনাই শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছিলাম। বিষয়টির তদন্ত চলছে।