তৈয়বুর রহমান, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে আহত গৃহবধূ সুফিয়া বেগম (৪০) মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড পাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। অগ্নিদগ্ধ গৃহবধূকে গত সোমবার ওই হাসপাতালে ভর্তি করা হয়।
অগ্নিদগ্ধ ওই গৃহবধু ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দোলাটারী গ্রামের খয়রত আলীর স্ত্রী। নিহত গৃহবধুর দুই সন্তান রয়েছে।
গৃহবধূর ভাগ্নে একরামুল হক জানান, তীব্র শীতের মধ্যে গত সোমবার সকালে ঘরের ভেতর চুলার আগুনে রান্না করছিলেন তার ভাগ্নী। এ সময় তীব্র শীতের কষ্ট নিবারনে রান্নার ফাঁকে ফাঁকে চুলার আগুনে হাত গরম করছিলেন তার ভাগ্নি। এরই মধ্যে গৃহবধুর পড়নের কাপড়ে আগুন লেগে বেশিরভাগ শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান।
সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড পাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম সোহেল ঘটনা নিশ্চিত করে জানান, থানায় অবগত করে ওই মহিলার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে এসে বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ ফজলুর রহমান জানান, বিষয়টি জানার পর একজন উপ-সহকারি পরির্দশককে (এসআই) ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *