লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে চাই ‘সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’ সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের আয়োজনে ওই সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সভাপতি মোঃ মজিবর রহমান-এর সভাপতিত্বে সহ-সভাপতি মোঃ শামীম আহমেদ ও পি. কে. বিক্রম-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, কবি মাখন লাল দাস, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান, উপদেষ্টা সুপেন দত্ত, মোড়ল হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন প্রমুখ। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ রানা রাশেদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/01/20230127_164125-scaled.jpg)