ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি: ২৭ জানুয়ারী
শুক্রবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঁচুইল ফোপড়া গ্রামে হত দরীদ্র অসহায় দুস্থদের মাঝে ৩৬ টি কম্বল বিতরণ করা হয়েছে। ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রজুয়েশন প্রোগ্রাম এর অধিনে পাঁচুইল গ্রাম সামাজিক শক্তি কমিটি আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠান
বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সাংবাদিক আ ন ম রুহুল আমিন চিশ্তি এর সভাপতিত্বে শাখা ব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়পুরহাট ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান শাখার দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ পলাশ ঘোষ, ইকবাল হোসেন, বাবলী খাতুন, নাসরনি নাহার, সামাজিক শক্তি কমিটির সদস্য মোস্তাফিজার তালুকদার, শামসুন নাহার, আঞ্জুয়ারা বেগম প্রমূখ এ সময় আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবি সংগঠনের সদস্য ও সাংবাদিক বৃন্দ।