খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র পাকেরহাটে নওশিন গিফট এন্ড স্পোর্টস কর্ণার এর শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পাকেরহাট পেট্রোল পাম্পের পার্শ্বে এই উদ্বোধন উপলক্ষে কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে ফিতা কেটে উদ্বোধন করা হয়।

নওশিন গিফট এন্ড স্পোর্টস কর্ণারের সত্ত্বাধিকারী ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম, এসআই দিবাকর রায়, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, মা-মনি বস্ত্র বিতান এন্ড শপিংমলের স্বত্বাধিকারী আলহাজ্ব রফিকুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং খানসামা ও চিরিরবন্দর উপজেলার সংবাদকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *