স্টাফ রিপোর্টার, ভুরুঙ্গামারীঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
গতকাল সোমবার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় সুইট বাংলাদেশের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের ঝুকিয়ায় এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব্ েউপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সহকারী শিক্ষক সেলিম হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১শ ২৫পিচ কম্বল বিতরন করা হয়।