কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে বুধবার সকালে কলেজের হল রুমে ২০২৩ শিক্ষা বষের একাদশ শ্রেণীর শিক্ষাথীদের নবীন বরন ও পাঠদান এর শুভ উদ্বোধন করা হয়েছে। চিলমারী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিতেন্দ্র নাথ বম্মনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী কমকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম।বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবদুল বারী সরকার, কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক, লেখক নাজমুল হুদা পারভেজ প্রমুখ।
পরে একাদশ শ্রেণীর শিক্ষাথীদেরকে বরন করা হয়।