কুড়িগ্রাম প্রতিনিধি:
চিলমারীতে আশ্রয়ন – ২ প্রকল্পের উপকার ভোগীদের দক্ষ জনশক্তি ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষে দক্ষতা বৃদ্ধি মুলক প্রশিক্ষনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
কুড়িগ্রামের চিলমারীতে বুধবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নয়ার হাট ইউনিয়নের খাউরিয়ার চর আশ্রয় প্রকল্পে আশ্রয় প্রকল্প – ২ উপকার ভোগীদের দক্ষ জনশক্তি ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষে দক্ষতা বৃদ্ধি মুলক প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী কমকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস এম নুরুল আমিন, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মমিনুল ইসলাম বাবু উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ১০ দিন ব্যাপী আশ্রয় প্রকল্পের ৯০ জন সুবিধা ভুগিরা সেলাই, হাঁসমুরগী, গবাদীপশু পালনের উপর প্রশিক্ষণ নেবেন।