মোহাম্মদ রেজাউল করিম রাজশাহী:
আনুষ্ঠানিকভাবে স্নাতকের ৮টি বিষয় নিয়ে যাত্রা শুরু করলো রাজশাহী বঙ্গবন্ধু কলেজ। সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে স্নাতক ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে কলেজটি। নবীনবরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু কলেজের গভর্ণিং বডির সভাপতি ফজলে হোসেন বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক এর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু রাজকুমার সরকার, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন রিয়াজী, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মোহাম্মাদ সাইয়েজ্জামান, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম ও উপাধ্যক্ষ কামরুজ্জামান প্রমূখ।
এদিকে নবীনবরণ অনুষ্ঠান শেষে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায়’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকরীদের মধ্য থেকে ২১ জন বিজয়ীকে পুরস্কৃত করা