নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রীজ সংষ্কারের অভাবে গত কয়েক বছর ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নেওয়াশীবাসী। উপজেলার সঙ্গে সংযোগ নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ও নেওয়াশী রোড বুদ্দিপ্রতিবন্ধী স্কুল সংলগ্ন গিরাই ব্রিজটির বেহাল দশা । রেলিং ভেঙ্গে হুমকির মুখে, যেন মরন ফাদ, ঝুকিঁপূর্ন এই ব্রিজটিতে যানবাহন থেকে শুরু করে ছোট বড় মানুষের চলাচলে চরম ভুগান্তির শিকার হচ্ছেন হাজারো পথচারী। নেওয়াশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন জানায় গিরাই ব্রীজেটির বেহাল দশা কতৃপক্ষ দ্রুত সংস্কার করলে এলাকার লোকজন ও বিশেষ করে কৃষকরা তাদের ধান চাউল ইত্যাদি মালামাল হাটে বাজারে নেয়া আনার সুবিধা হবে। ব্রীজটিতে অনেক বার দুর্ঘটনার শিকার হয়ে অনেকে আহত হয়েছেন । যে কোন সময় বড় ধরনের র্দূঘটনা ঘটতে পারে বলে জানায় স্থানিয়রা। এলাকাবাসীর দাবি দ্রুত ব্রিজটি যেন সংস্কার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *