আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ইমাম সম্মেল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারী ) উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সমন্বয়ে উপজেলা ইমাম সম্মেলন-২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোশাররফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল। মুফতি মাও: মহিবুল্লাহ রহমান,আলহাজ্ব হাফেজ মাও: আব্দুর রাজ্জাক। এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মোনাজাতের মধ্যে দিয়ে উক্ত ইমাম সম্মেলটি শেষ হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওঃ এনায়েতুল্লাহ