কবি- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়

তারপর একদিন তোমরা গভীর ঘুমে আচ্ছন্ন হবে ;
লস এঞ্জেলস, টরন্টো – শিকাগোয় ছড়িয়ে পড়বে অবাধ সূর্যের আলো।

জিরো পাওয়ারের সবুজ আলোয় আবির্ভূত হবে সেই জ্যোতিঃপ্রকাশ ;
অপলক চোখে তাকিয়ে থাকবো তার মুখের দিকে,
স্পষ্ট শুনতে পাবো তার একান্ত কামনা–
আকাঙ্খা পূরণে কার্পণ্যের কোনো অবকাশ থাকবে না — আমার মৃত্যু হবে।

ঋজুরেখায় চিৎ হয়ে শুয়ে থাকবো আমি,
দৃষ্টি নিবদ্ধ হবে মৃত্যুদূতের মুখের ছবিতে—
দেখতেই থাকবো— নিষ্পলক চোখে—
দেখতেই থাকবো——- দেখতেই থাকবো।

তারপর চলে যাবো দক্ষিণের খোলা জানালা পেরিয়ে—-
সওয়ার হবো কুয়াশা-ঘোড়ায়—
সব ধোঁয়া, তুমি -আমি- জগৎ -সংসার–
সব মরীচিকা—
বিস্তীর্ণ ধূসর মরুভূমি পেরিয়ে যাবো—
পেরিয়ে যাবো—, পেরিয়ে যাবো।

ধীরে ধীরে আঁধার কেটে যাবে—
নতুন সূর্য উঠবে পুবের আকাশে,
তোমরা উঠবে জেগে।—

কবি ঘুমিয়ে থাকবে—-
মরণের হাত ধরে — পরিব্রাজক—
ভ্রমণরত— স্বপ্নময় ভুবনে—
অনন্ত নিদ্রায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *