কবি- নুরে আলম মুকতা
বসন্তেরে অর্ঘ্য দিতে
বৃথাই গেল বেলা ,
পেছন ফিরে তাকিয়ে দেখি
চুকে গেছে খেলা ।
সাজি ভরা পুস্প তনু
বাঁকা ঠোঁটের হাসি ,
আমার বুকের ভালোবাসা
হয়নি আজো বাসি ।
হিরার মতো তন্বী তুমি
নীলাকাশের তরী ,
অসীম সময় সাঁতরে ফিরি
আমার বিভাবরী ।
নূপুর পায়ে দাঁড়িয়ে তুমি
হরিন টানা হিয়া ,
শিমুল চূড়ায় রঙিন খোঁপা
চোখে আমার দেয়া !
যোজন যোজন দূরে তবু
রাজন ঋতুর বাসে ,
হাহাকারের স্বপ্নে কেন
আমার বুক ভাসে।।