তৈয়বুর রহমান, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৩ফেব্রুয়ারি) রাউফুন বসুনিয়ার জন্মস্থান কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে সকালে শোক র‍্যালী, ও রাউফুন বসনিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে বিভিন্ন সংগঠন।
পরে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বসু তুমি যুগে যুগে সংগ্রামীদের অফুরাণ প্রেরণা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদ্য ঘোষিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন। শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এস.এম ছানালাল বকসীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ লাল, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্রাহাম লিংকন প্রমূখ।
উল্লেখ্য ১৯৮৫’র ১৩ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে স্বৈরাচার বিরোধী এক মিছিলে নেতৃত্ব প্রদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবরেটারী স্কুলের সামনে তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকার সমর্থীত ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজের গুন্ডাদের গুলিতে নিহত হন রাউফুন বসুনিয়া। পরে তাঁর গ্রামের বাড়ি ছিনাই ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সমাধিত করা হয়। তার এই আত্মত্যাগ স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করে। রাউফুন বসুনিয়া কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে ১৯৬১ ইং সালের ৩০ আগস্ট বসনিয়া পরিবারে জন্মগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *