কবি আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী, (কুড়িগ্রাম) প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে তৎমধ্যে সাম্প্রদায়িকতা,গুজব,অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহাররোধ, মাদক, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে ভূরুঙ্গামারী’র পাইকের ছড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় (১৫ ফেব্রুয়ারী) পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহোযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার শর্মা। প্রধান অতিথি ছিলেন,ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী (খোকন)। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো.শাজাহান আলী, ভূরুঙ্গামারী সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.জাকির হোসেন, পাটেশ্বরী বরাতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো.শামীম হাসান ও প্রধান শিক্ষক মো.রুকনুজ্জামান,শিক্ষক ইমদাদুল হক প্রমূখ।সমাবেশে দুই শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *