pic-20-01-17-2

ঢাকা প্রতিনিধিঃ

চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের কোন বিকল্প নাই। সকল রাজনৈতিক দলগুলোর বিশেষ করে ক্ষমতাসীন সরকারের উচিত একগুয়েমী নীতি পরিহার করে অবিলম্বে জাতীয় সংলাপের আয়োজন করা অভিমত প্রকাশ করে জাতীয় ছাত্র কেন্দ্র’র আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ৬৯র গণতান্ত্রিক আন্দোলনে শহীদ আসাদ লড়াই-সংগ্রামে চেতনার উৎস।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘শহীদ আসাদ দিবস স্মরণে” বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় ছাত্র কেন্দ্র যুগ্ম সমন্বয়কারী সোলায়মান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ন্যাপ ঢাকা মহানগর সদস্য মোঃ শহীদুননবী ডাবলু, কেন্দ্রীয় যুব সম্পাদক বাহাদুর শামিম আহমেদ পিন্টু, বক্তব্য রাখেন যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান পলাশ, ছাত্র কেন্দ্রে‘র যুগ্ম সমন্বয়কারী আলী নূর নাদিম, স্বরজিৎ কুমার দ্বেব, নির্বাহী সদস্য শাকিল হাসান, সোহেল রানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, একগুয়েমী ও প্রতিহিংসার রাজনীতি কখনো দেশ-জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। বিরোধী দলের গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনৈতিক অধিকার খর্ব করলে এবং গণতন্ত্রকে নিয়ন্ত্রনের চেষ্টা করলে সরকার নিজেই একসময় বিপদে পড়তে বাধ্য। মনে রাখতে হবে গণতন্ত্রকে নিয়ন্ত্রন করতে গিয়ে পৃথিবীতে কোন সরকারই চিরস্থায়ী হতে পারে নাই। বরং তাদের পতন হয়েছে অসম্মানজনক।

তিনি বলেন, আওয়ামী সরকারের অপরাজনীতির ফলে গণতান্ত্রিক চেতনা ও শক্তি দুর্বল হয়ে পড়ছে, যা আগামী রাজনীতিতে ভারসাম্য নষ্ট করতে পারে। সরকারের গণবিরোধী অবস্থান আর ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপরাজনীতি বাংলাদেশের জন্য অভিশাপ বয়ে আনছে। এ অবস্থা থেকে দ্রæত উত্তরণে ৬৯এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ আসাদের প্রদর্শিত পথে গণআন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নাই।

মোঃ শহীদুননবী ডাবলু বলেছেন, রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। এ গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস চলবে না। বহুদলীয় গণতন্ত্রের জন্যেই স্বাধীনতার সংগ্রাম। সুতরাং স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনা জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের কোন বিকল্প নাই। শহীদ আসাদের প্রদর্শিত পথে গণজাগরণ অথবা গণঅভ্যূথানের মাধ্যমেই চলমান অচল অবস্থা থেকে দেশকে মুক্তি দেয়ার কোন বিকল্প পথ খোলা নাই।

সভাপতির বক্তব্যে সোলায়মান সোহেল বলেছেন, দেশে এখন আইনের শাসন ও জবাবদিহিতার নাই। ফলে রাষ্ট্রে এক ধরনের অস্থিরতা চলছে। রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ আসাদ আমাদের সংগ্রামের উৎস। মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারী শহীদ আসাদের প্রদর্শিত পথে ছাত্রসমাজকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন