এশিয়ান বাংলা নিউজ:
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের পাথরডুবি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের নির্দেশনায় কুড়িগ্রাম ২২ বিজিবির আওতাধীন পাথরডুবি বিওপির দায়িত্বপুর্ণ এলাকার আশেপাশের অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি। তার নির্দেশনায় এবং ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ ইউনুছ আলী এর সার্বিক তত্ত্বাবধান এবং উপস্থিতে পরিচালিত হয়। এ সময় উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে কুড়িগ্রাম সদর হাসপাতালের সিভিল সার্জন কর্তৃক মনোনীত মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ তৌহিদুর রহমান এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর নিয়োগকৃত বেসামরিক মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ নাসির উদ্দিন কর্তৃক (মহিলা ২৭৫ জন ও পুরুষ ১৫৫ ও জন) সর্বমোট=৪৩০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূ্ল্যে ঔষধ সরবারাহ করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইন এ কুড়িগ্রাম ব্যাটালিনের বিভিন্ন পদবীর বিজিবি সদস্যসহ স্থানীয় এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ ও সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও দঃস্থ মানুষের সেবায় সুনাম অর্জন করেছে।