কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউপি সদস্য জাকির হোসেনকে ১৯৭ পিস ইয়াবাসহ ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
সুত্রে জানাগেছে গত শুক্রবার দুপুরে রৌমারী থেকে নৌকা রিজার্ভ করে ইয়াবা নিয়ে নদী পথে কুড়িগ্রাম যাচ্ছিলেন ইউপি সদস্য জাকির। এ সময় কুড়িগ্রাম গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।