মোঃ আশতাব হোসেন
মানস পরিবর্তন হয়না লিখে
কেউ করে না ধারণ,
অন্ধ চোখের বন্ধ দুয়ার
শেখার বিমুখ কারণ।
নিত্যদিনই চিত্র এঁকে যাই
মনে ব্যথার চোটে,
আশার বাগে আসেনা ভোমর
ফুল তাই না ফোঁটে।
সৃষ্টির চেষ্টা ব্যর্থ হয়ে যায়
নিরাশ আগুনে পুড়ে,
ঠাঁই দিলে অন্তর পরিষ্কার করে
বুক ভেঙ্গে যায় দূরে।
অনেকেই এসে চলে গেছে
মনে রাখেনি কেউ,
চলে যাওয়ার চতুর গতিতে
প্রাণে উঠেছে ঢেউ।
ঢেউয়ের তোড়ে উঠে জোরে
অন্তরে বিষ জ্বালা,
মধু নিয়ে মুখে সবাই আসে
ভিতরে সীসা ঢালা।