আপেল বসুনীয়া নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলার চিলাহাটিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে জেলার চিলাহাটির গোঁসাইগঞ্জ টাওয়ার মোড় থেকে সব্দিগঞ্জ হয়ে ভাউলাগঞ্জ সড়কের দেড় কিলোমিটার হিড়মবোড রাস্তা কাজ নির্মাণের কাজ চলছে। কাজে নিম্নমানের ইট ব্যবহারে অভিযোগ করেন এলাকাবাসী। এছাড়াও ইট বিছানার পূর্বে কোন রোলিং করা হয়নি বলেও তারা জানান। কোনরকম দায়সারা ভাবে ইট বিছানোর পর ধুলাযুক্ত মাটি দিয়ে ঢেকে রাখেন কন্টাক্টরের লোকজন। এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের লাল মিয়া মুখ খুলতে রাজি হননি ।