এশিয়ান বাংলা নিউজঃ
১৯ ফেব্রুয়ারী রবিবার কুড়িগ্রাম জেলার নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত ও স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গঠনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের আভ্যন্তরিন শৃঙ্খলা,দক্ষতা,পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম।
সকাল ৯ ঘটিকার সময় জেলা পুলিশ লাইনস্স রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন উপলক্ষ্যে প্যারেডে সালামী গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি মহোদয়।

প্যারেড শেষে সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস, অস্ত্রাগার, রেশন স্টোর, ডি-স্টোর, সি-স্টোর, হিসাব শাখা, এমটি সেকশন এর বিভিন্ন নথিপত্র ও জেলা পুলিশের কার্যক্রম সমূহ পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি মহোদয়।
পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত হন। উক্ত বিশেষ মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার গুরুত্বপূর্ণ মামলা সহ আগত সময়ের যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় আগের থেকে আরো বেগবান হয়ে কাজ করার জন্য সকল ইউনিট ইনচার্জদের প্রেরণা ও প্রেষণা প্রদান ও জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রক্রিয়াকে টেকসই করতে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ব্যক্তিস্বার্থের উপরে উঠে দেশসেবার জন্য দূর্বার পুলিশিং করার নির্দেশনাও প্রদান করেন । তিনি জেলার উন্নয়ন সমন্বয় মিটিং এ আগত প্রাথমিক ও গনশিক্ষা বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জাকির হোসেন, এম.পির সাথে সৌজন্য সাক্ষাত করেন। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ডিআইজি মহোদয়ের সাথে সোজন্য সাক্ষাত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান, পিপিএম, সকল থানা/ইউনিট ইনচার্জবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন