হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে ৫৮জন প্রতিবন্ধী ব্যক্তি পেল হুইল চেয়ার। এছাড়াও চিলমারী ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম পরিচালনার জন্য ২টি অটো জেনারেটর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চত্ত্বরে হুইল চেয়ার ও জেনারেটর বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ, জেলা পরিষদেও প্রধান নির্বাহী ফরিদুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম প্রমুখ।