প্রেস বিজ্ঞপ্তি:
সারাদেশের সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও সংরক্ষনের কাজ শুরু করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বিএমএসএফকে বলেন, গত বুধবার এ সংক্রান্ত চিঠি দেশের সকল জেলা প্রশাসককে ডাকযোগে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে সকল জেলায় পৌঁছে যাবে। চিঠির বরাত দিয়ে প্রেস কাউন্সিল সচিব বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে (বিএমএসএফ) জানান দেশের সাংবাদিকদের দীর্ঘদিনের দাবীর মুখে তালিকাটি প্রণয়নের জন্য প্রেস কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। স্ব-স্ব জেলা প্রশাসক তার জেলার সরকারী তালিকাভূক্ত পত্রিকা, টিভি এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকের তালিকা আগামী দুই মাসের মধ্যে প্রেস কাউন্সিলে জমাদানের জন্য বলা হয়েছে। এ তালিকাটি প্রণয়নের স্বার্থে তিনি সকল সাংবাদিকমহল এবং সাংবাদিক সংগঠনসমুহকে এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দীর্ঘদিন ধরে সারাদেশের পেশাদার সাংবাদিকদের একটি তালিকা প্রণয়নের জন্য সরকারের নিকট দাবী তুলে স্মারকলিপি প্রদান করে। এছাড়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ এর নিকট একাধিক বৈঠক করে দাবীর স্বপক্ষে যুক্তিকতা তুলে ধরেন বিএমএসএফ নেতৃবৃন্দ। এরই ধারবাহিকতায় স্বাধীনতার ৪৫ বছর পর হলেও দেশের সাংবাদিকরা সরকারের নিকট তালিকাভুক্তি হতে যাচ্ছেন। ফলে দেশের সাংবাদিকরা খুঁজে পেতে যাচ্ছেন একটি আপন ঠিকানা।শনিবার এক প্রতিক্রিয়ায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন শুধু তালিকাই নয়; আগামী মাস থেকে আমরা সাংবাদিক নির্যাতনের মামলাগুলো গ্রহন করে আইনী ব্যবস্থা গ্রহন করবো। এছাড়া দেশের সাংবাদিক সংগঠনগুলো রেজিষ্ট্রেশন, অনুদানসহ যাবতীয় কল্যানমূলক কর্মকান্ড বাংলাদেশ প্রেস কাউন্সিল গ্রহন করবে। এজন্য প্রেস কাউন্সিলকে ঢেলে সাজাতে আইন প্রণয়নের কাজ চলছে বলেও তিনি জানান।এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, সরকার দেশের সাংবাদিকদের দীর্ঘদিনের দাবী ও আন্দোলনের ফলে আজ সারাদেশের সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজটি হাতে নিয়েছে। এ জন্য সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, সচিব শ্যামল কান্তি সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তালিকাটি যথাসময়ের মধ্যে সম্পাদনের জন্য দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দকে সজাগ থাকার আহবান জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন