এস এম হাসান রেজা (সিরাজগঞ্জ প্রতিনিধি)
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এসিল্যান্ড হিসাবে যোগদান করেছেন নূর তাসমিন উর্মি। এর আগে তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২২ফেব্রয়ারি) সকাল ১০টায় তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যন্ড হিসেবে দায়িত্বভার গ্রহন করেন ।
তাঁর যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন মহল ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

তিনি ৩৭ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হিসাবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
পরে পদোন্নতি পেয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে এসিল্যান্ড হিসেবে যোগদান করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নূর তাসমিন উর্মি যে বলেন, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *