কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় ব্রাক শাখা অফিসে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্রাকের যৌথ আয়োজনে টিভি, ম্যালেরিয়া, এইস আই ভি এইচ ও কোভিড ১৯’র উপরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাক অফিস সেমিনার কক্ষে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
এ সময় একাউনিয়া উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য,ব্যক্তিবর্গ,শিক্ষক,স্বাস্থ্যকর্মী,সমাজকর্মী,সাংবাদিক,এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।
উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ শাহজাহান আলী প্রোগ্রাম অফিসার যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, আরো উপস্থিত ছিলেন মোঃ সুরুজ খান কর্মসূচি সংগঠক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি,মুক্তা রায় মাঠ সংগঠক সহ ব্রাক সাস্থ্যসেবা প্রকল্পের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উক্ত ওরিয়েন্টেশন সভায় টিভি, ম্যালেরিয়া, এইস আই ভি, ও কোভিড ১৯ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।