উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় উলিপুর থানা পুলিশ গত ২৩ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের নজরুল ইসলামের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়ন মিয়া(২৮)কে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছে থাকা ১৫ পিছ ইয়াবা টেবলেট এবং মাদক বিক্রির নগদ ১হাজার টাকা উদ্ধার করা হয়।পরে থানা পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত নয়নের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উলিপুর থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য গ্রেপ্তারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে উলিপুর থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে।