মোঃ আশতাব হোসেন
গতকাল সারারত অপেক্ষায় ছিলো
বাগানের ফোটা ফুলগুলি সব,
শহীদ মিনারে যাবে বলে
এই ছিলো কন্ঠে কলরব।
গন্ধ রেখেছিলো সবে বুকে চেপে
একুশ তারিখ বাংলায় ছড়াবে তাই,
শহীদ স্মৃতিতে বিলাতে গন্ধ
খুশির যে ফুলের সীমা নাই।
ছোট্ট খোকা খুকিরা নাঘুম অপেক্ষায়
ফুল দিয়ে শহীদদের করবে স্মরণ,
ফেব্রুয়ারীর ইতিহাস তারা
ছোট্ট মনে করতে ধারণ।
ভোর বেলাতে বাগানের কাছে গিয়ে
ফুলের কন্ঠে একা একা শুনেছি,
শহীদ মিনারে যাবে বলে
সারারাত তারা ঘুমায়নি!
যে সকল ফুল ছিলো কলিতেই
তারাও সকালে ধরেছে বায়না,
আমাদের ফেলে কেউ যেন
শহীদ স্মৃতি মিনারে যায় না।
তাদের মাঝ থেকে কেউ তরিঘরি করে
জোরে গা ঝাড়া দিয়ে ফুটেছে,
সবার সাথে যাওয়ার সুযোগ
তাদের ভাগ্যেেও জুটেছে।
ছোট, বড়, বৃদ্ধ, বৃদ্ধা যে যেখানে রয়েছে
সব বাঙ্গালী ছিলো, না ঘুমিয়ে রাতে,
ভাষা শহীদ সকল ভাইকে
শ্রদ্ধা নিবেদন করতে প্রাতে।
প্রকৃতির অন্যান্য সদস্যদের হৃদয় জুড়ে
জেগেছে সবার আজ একই স্মৃতি,
ভোর হতে জানাবে তারা
শহীদ ভাইদের শ্রদ্ধা প্রীতি।
বাংলার যতো সাগর নদী চলছে বয়ে
বুকে নিয়ে শহীদ শোক,
তাদের কণ্ঠেও উঠছে বেজে
শহীদ স্মৃতি অমর হোক!