ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি ঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রানিসম্পদ সেবা সপ্তাহ্ ও প্রদর্শনী-২৩ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল। এ
উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন সভাপতিত্ব করেন।সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাযমীর, ভেটেরিনারি সার্জন ফয়সাল রাব্বী, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন ও সদর বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী সহ খামারীগণ। প্রদর্শনীতে অংশগ্রহন করা বিভিন্ন প্রজাতির প্রাণির ৩৫টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।