লালমনিরহাট প্রতিনিধিঃ
‘আমার জীবন আমার সম্পদ – বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে লালমনিরহাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর মনিটরিং ইনচার্জ ও লালমনিরহাট জোন প্রধান বদিউজ্জামান বেলাল। অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানি নিজ নিজ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহণ করেন।