মোঃ আশতাব হোসেন
সব বলা বলা না, সব চলা চলা না
সব খেলা উচিত নয় খেলা
সব ভালো ভালো না, সব সুখ সুখ না
সবটা করতে নেই হেলা।
সব জ্বালা জ্বালা না, সব কালা কালা না
সব ভারি ভারি না বহন,
সব পচা পচা না, সব আলো আলো না
সবখানে থাকে না সুজন।
সব খনি খনি না, সব সাদা সাদা না
সব কিছু দেয় না ছায়া,
সব প্রেম প্রেম না, সব হাসি হাসি না
সব প্রাণে থাকে না মায়া।
সব রাগ রাগ না, সব ভাগ ভাগ না
সব সোনা হয় না সোনা,
সব দোষ দোষ না, সব রস রস না
সব গুণ যায় না গোনা
সব পাকা পাকা না, সব কাঁচা কাঁচা না
সব কিছু যায় না মানা,
সব কানা কানা না, সব খানা খানা না
সব নেই সবার জানা।
সব নদী নদী না, সব গদি গদি না
সব না ভালো মন
সব জোর জোর না, সব চোর চোর না
সব হয় না আপন।