মোঃ আশতাব হোসেন
অনেক অযত্নের জীবন
চলে অবহেলার পথে,
মাঝে মাঝে ধাবিত হয়
নদীর উল্টো স্রোতে।
তবুও থামেনা গতির বেগ
চলে শ্লথের পিছে,
আশার আঁচল খুলে দিয়ে
ভাবনা হয় মিছে।
এক সময় থেমে স্থির হবে
শেষ ঠিকানায়,
কারো বাঁধা না মেনে যাবে
স্মৃতির পাতায়।
সকাল সন্ধ্যা বিকাল রাতে
ব্যস্ততা হবেনা যুক্ত,
সবুজের সমাগম ঘটবে
নীরব উন্মুক্ত।
কেউ বিষণ্ন চোখে দেখবে
দাঁড়িয়ে পাশে
কারও অশ্রু ঝরে পড়বে
কবরের ঘাসে!