ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত ভুরুঙ্গামারী থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার(১০ মার্চ) রাতে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের দিক নির্দেশনায় এস আই শাহিন আল মামুন কর্তৃক সঙ্গীয় এএসআই হারুন অর রশিদ, এএসআই দ পরিতোষ রায় এবং এএসআই / রাজু আহমেদ সঙ্গীও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গুচ্ছগ্রামের মোহাম্মদ খাদেম উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ ছলিম উদ্দিন (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘরের ভিতর টেবিলের উপর হইতে ০৬ কেজি গাজা উদ্ধারসহ ছলিম উদ্দিনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক সম্রাট একই গ্রামের মৃত শের আলীর পুত্র মোঃ আবু বক্কর সিদ্দিক (৪২) পালিয়ে যায়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ০৮ তাং ১০/৩/২৩ ইং রুজু করে গ্রেপ্তারকৃত আসামী ছলিম উদ্দিন কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
ভুরুঙ্গামারী থানায় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় নিয়মিত মাদক দ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারী পরোয়ানা তামিল করতে বিশেষ অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে আরো ০৪ টি মাদক দ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।