আল মোজাহিদ বাবু
বকশীগঞ্জ (জামালপুর ) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ই মার্চ সকালে থানা চত্বর থেকে মহড়া শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার থানা চত্বরে এসে শেষ হয়।
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সূত্রে
জানা গেছে, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানার নেতৃত্বে বকশীগঞ্জ উপজেলা প্রতিটি প্রবেশ পথে ও বকশিগঞ্জ কামালপুর সীমান্তে ইতোমধ্যেই ব্যাপক টহল জোরদার করা হয়েছে।
যে কোন সন্দেহভাজন গণপরিবহন, পণ্যবাহী গাড়ি এবং সন্দেহ ভাজন ব্যক্তিদের কড়া নজরদারির ও মধ্যে দিয়ে প্রবেশ করতে হচ্ছে।
এসময় থানার উপপরিদর্শক ( এসআই) মো: আলমগীর হোসাইন, এস আই তারেক মোহাম্মদ মাসুদ, এস আই মানিক মিয়া সহ অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
এনিয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল রানা বলেন, জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ এর সার্বিক দিকনির্দেশনায় পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মাঠে কাজ করছে আমার বকশীগঞ্জ থানা পুলিশ। তিনি আরো বলেন পবিত্র রমজান মাস সামনে রেখে এলাকাতে যাতে চুরি, মাদক কারবারি,কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকে পুলিশের দৃষ্টি রাখবে।