মো: সাইফুল ইসলাম, কাউনিয়া( রংপুর) প্রতিনিধি :
ইসলামী শরীয়ত মোতাবেক যাবতীয় ব্যাংকের, চেক ও কার্ডেরমাধ্যমে টাকা উত্তোলন, জমা, রেমিট্যান্সের টাকা উত্তোলনের বোনাস প্রদান, সহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা প্রদানের লক্ষে কাউনিয়ায় উদ্বোধন হলো ইউনাইটেড কমার্শিয়াল এজেন্ট ব্যাংকের শাখা অফিস ।
বৃস্হপতিবার বিকেলে উপজেলার গালস্ মোড় জসিম টেলিকম ইউনাইটেড কমার্শিয়াল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের টেরিটরি ম্যানেজার এমডি আশিকুজ্জামান,ইউসিবি এজেন্ট ব্যাংকিং কাউনিয়া শাখার শাখা ব্যবস্থাপক ও জসিম টেলিকমের মালিক জসিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রত্যাশার আলোর সম্পাদক সহকারী অধ্যাপক সারওয়ার আলম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা রোডে ব্যবসায়ী সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মোবাশ্বারুল ইসলাম রাজু, ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ, এজেন্ট ব্যাংকিং রংপুর শাখার রিলেশনশিপ অফিসার মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন সাংবাদিক জহির রায়হান, সাইফুল ইসলাম, জসিম সরকার, আসাদুজ্জামান আসাদ, সমাজ সেবক জমশের আলী প্রমূখ। আলোচনা শেষে কেক ও ফিতা কেটে দোয়া করা হয়।