কাউনিয়া( রংপুর) প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় এফ এসটিআইপি প্রকল্পের আয়ত্তাধীন বিদেশ ফেরত মানব পাচারের শিকার ভিকটিম অনির্বাণ ও পিয়ার লিডার সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ১৯ মার্চ)দুপুরে উপজেলার জুম্মারপাড় এলাকায় এস ডি এফ অফিস হল রুমে উইনরক ইন্টার্নেশনাল কারিগরি সহযোগিতায় ইউএসআইডি অর্থায়নে আরডি আর এস বাংলাদেশ এর আয়োজনে মতবিনিময় সভায় কাউনিয়া অনির্বাণ যুব সংস্থার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এফ এসটি/আইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার আক্তার হোসেন, কাউন্সিলার ছেরাতুল জান্নাত , অনির্বাণ যুব সংস্থা সেক্রেটারি শহিদুল ইসলাম, পিয়াল লিডার সভাপতি মনোয়ারা বেগম, অনির্বাণ যুব সংস্থার সহ-সভাপতি শাহানা বেগম, সাংবাদিক জহির রায়হান সহ সকল অনির্বাণ ও পিয়ার লিডার সদস্যবৃন্দ।
এ সময় মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানব পাচার রোধ , বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং উপজেলার মানব পাচার শিকার ভিকটিমদের পাশে দাঁড়ানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন