নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় দৈনিক আমার সংবাদ’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি নূর-ই-আলম সিদ্দিকের আয়োজনে সোমবার (২১ মার্চ) উপজেলার কচাকাটা প্রেসক্লাবে জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এসময় উপরিস্থিত ছিলেন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, কচাকাটা থানা অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, কুড়িগ্রাম জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান খন্দকার,কচাকাটা থানা তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, সম্পদক রফিকুল ইসলাম, কেদার ইউপি চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবির রাশেদ, বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাক, কেদার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফিজুল মন্ডল, কুড়িগ্রাম লালমনির হাট পল্লী বিদ্যুত কচাকাটা সাব-জোনাল অফিসের এজিএম শামসুল আলম, সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিক সরকার,সাবেক চেয়ারম্যান আজিজার রহমান ও মাহাবুুবুর রহমান প্রমূখ।