কচাকাটা, কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় জাতীয়পার্টি ও বিএনপির প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য মো. জাফর আলীর হাতে নৌকা দিয়ে নেতাকর্মী দলে যোগ দেন। জাতীয়পার্টির পূর্বদুধকুমরের অন্যতম নেতা নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ও বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল সরকার’র নেতৃত্বে যোগ দেন তিন সহস্রাধিক নেতাকর্মী। কচাকাটা ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালের ধর্ম মেয়ে মমতাজ বেগম রুবী সহযোগদানকারীরা থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
বল্লভেরখাস আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি চাষী আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক প্রধান, ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরন্নবী চৌধুরী খোকন, নাগেশ্বরী সাবেক উপজেলা চেয়ারম্যান আছলাম হোসেন সওদাগর, জেলা পরিষদ সদস্য উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, মোস্তফা জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল সরকার, যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, মাজহারুল ইসলাম মাজু প্রমুখ।