উলিপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বুধবার সকালে উলিপুর থানার গুনাইগাছ মোড়ে ঢাকা টু চিলমারী গামী নৈশকোচ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৭ বোতল ফেন্সীডিলসহ শামীম রহমান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত শামীম ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা গ্রামের সেকেন্দার বাদশাহর পুত্র।ফেন্সীডিলসহ তিনটি ব্যাগ নৈশকোচ থেকে নামিয়ে দোকানে পান খাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে।পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শামীমের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।