কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চর রাজিবপুরের রাজিবপুর সদর ইউনিয়নের বালিয়ামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে এবং এ অগ্নিকান্ডে পুড়ে ২টি গরু ও বিভিন্ন কসমেটিকস ও ইলেক্ট্রনিক মালামালসহ একটি টিনের ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রাথামিকভাবে জানা যায় প্রায় ১০ লক্ষাাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।স্থানীয়রা জানান,শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালিয়ামারী বাজার পাড়ার রফিকুল ইসলামের গোয়াল ঘর থেকে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে গোয়াল ঘরের পাশে খড়ের গাদায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।এরপর দ্রুত গোয়াল ঘরের সাথেই থাকা দোকান ঘরে আগুন লেগে যায়। পরে সেখানে মুহুর্তেই আসববাপত্র,কসমমেটিক্স,ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ও গোয়ালঘরের গরুসহ সবকিছু ভস্মিভূত হয়ে যায়।পরে স্থানীয়রা রাজিবপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।আনুমাানিক ধারণা করা হচ্ছে এতে ১০লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। এব্যাপারে রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মো: ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।