কবিতা-
২৬ শে মার্চ
কলমে-শিবানী গুপ্ত
২৬ শে’ মার্চ স্বাধীনতা
ফিরলো দেশের বুক,
অশ্রুধারায় বাংলা পেলো
স্বাধীনতার সুখ।
লাল সবুজের নিশান উড়ে
বাজে খুশির বীণ,
একাত্তর যে এলো নিয়ে
মুক্ত আলোর দিন।
পূন্যদিনের পূন্যলগ্নে
রক্ত গর্জে ধায়,
বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে
মাতন জাগে তায়।
ছুটলো মত্ত প্রাণের বেগে
কৃষক শ্রমিক সব,
জীবন পণে লড়াই করে
মুখে তূর্য রব।
রক্ত ঢেলে জীবন দিয়ে
ছিনে আনে জয়,
শাশ্বত যে ইতিহাসে
নেইকো তাঁদের ক্ষয়।