লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ক্রয়কৃত ট্যাবলেট (ট্যাব) হতে মহান স্বাধীনতার মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। লালমনিরহাটে মোট ১ হাজার ১৯জন মেধাবী শিক্ষার্থীকে ওই ট্যাব বিতরণ করা হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ লালমনিরহাট সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করে এর কার্যক্রম উদ্বোধন করেন। পর্যায়ক্রমে জেলার সকল সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীরাই পাবেন প্রধানমন্ত্রীর এই উপহার।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাবেক এমপি সফুরা বেগম রুমী। অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ মোমিন। সদর উপজেলা নির্বাহি অফিসার জান্নাতআরা ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক (ভারপ্রাপ্ত) জেলা পরিসংখ্যান ব্যুরো আনোয়ারুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন প্রমু্খ উপস্থিত ছিলেন।