কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুর পূর্বে পাড়ের বাঁশঝাড় এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত দুই যুবক হলেন উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার বেল্টু মিয়ার ছেলে আলামিন (২০) ও ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার শাহিন ছেলে সজিব মিয়া (২০)।
কুড়িগ্রাম ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।