জামালপুর প্রতিনিধি ॥
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। বুধবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতলিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও একঘন্টা সড়ক অবরোধ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিগপাতই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তিতপল্লা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, তিতপল্লার সাবেক সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেলিম ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজল হক।
বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগ, গত ১৭ মার্চ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান স্বপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী খন্দকার মোশতাক আহমেদ ছিলো বলে মন্তব্য করেন। ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতা স্বপনকে বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।