কবিতাঃ হৃদয়ের আঙিনাতে
কলমে- ফারিহা ইয়াসমিন

আমি জানি তুমি মন খারাপে, একলা খোলা ছাঁদে।
আমাকে পাওয়ার ব্যাকুলতায় হৃদয় তোমার কাঁদে।
নির্ঘুম চোখে স্বপ্ন আঁকো, প্রতি দিন প্রতি রাতে।
কত না আশায় পথ চেয়ে থাকো, আমারেই অপেক্ষাতে।
আমাকে ঘিরে তোমার হৃদয়ে, সকল স্বপ্ন আশা।
এ যে নিখুঁত নিদারুণ প্রেম, স্বর্গীয় ভালোবাসা।
নিজেকে কখনো ভেবোনা গো একা, আমি তো যাইনি মরে!
তবুও কেন দু’ চোখ ভাসে, ব্যাথার বালুচরে।
আমি আসবো কোন একদিন, তোমারই ঘরের দোরে।
সকাল সন্ধ্যা রাত্রী দুপুর, কাক ডাকা কোনো ভোরে।
শত জনমের দুঃখকে মুছে থাকবো তোমার পাশে।
বুঝবে সেদিন এ মন তোমাকে কতখানি ভালোবাসে।
হয়তো আসবো ভোরের গায়ে মিষ্টি সুবাস মেখে।
যদি না হারাও প্রিয় আমায় ভালোবেসে নিও ডেকে।
আমাবস্যার কালো রাত টাকে, জ্যোৎস্নায় ভরিয়ে দিতে।
আমি আসবো যদি গো পারো, এই আমারে চিনে নিতে।
গ্রীষ্ম-বর্ষা শরৎ হেমন্ত কিংবা শীতের শেষে।
ক্লান্ত নয়নে হয়তো দাঁড়াবো তোমার দুয়ারে এসে।
তোমার মাঝেই হারাতে যে চাই, ওগো প্রাণের প্রিয়।
যদি ভুলে না যাও তুমিও তোমার দু’হাত বাড়িয়ে দিও।
তোমাকে নিয়ে হারিয়ে যাবো, সূদুর আলোর দেশে।
করবে কি আপন কাছে’তে টেনে সবটুকু ভালোবেসে?
রাখবে কি মনে তখনও আমায় নাকি সবটাই যাবে ভুলে।
নতুন স্বপ্নে সাজাবে কি জীবন, শিউলি গোলাপ ফুলে।
যত যাই হোক ভালোবেসে যাবো, মনে রেখো যদি বাঁচি।
যত দূরেই থাকো থাকবে আমার, মনের কাছাকাছি।
আমি যে তোমার তুমি আমারেই, যেখানেই তুমি থাকো।
জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এই বিশ্বাসটুকু রাখো।
জানিনা সেদিন হাতটা তুমি, রাখবে যে কার হাতে!
সারাজীবন থাকবে তবুও হৃদয়ের আঙিনাতে।

Parvez

By Parvez

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *