ফারুক আহমেদ

এই সেহরির সকাল পাপ মোচন আত্মশুদ্ধির…
নতজানু হয়ে দুহাত তুলেছি ফজরের নামাজ পড়ে
শেষ মোনাজাত মার্জনা চেয়েছি মহান আল্লাহর দরবারে।

জলের ঝাপটায় ধুয়ে যাচ্ছে বর্জ্য পদার্থ এই দৃশ্যের ঘটনা
একটা ভয়ে কুঁকড়ে মুকরে আছে উদাসী মন।

নদীর ঢেউ উঠে
ভরাট ললাট অপেক্ষায় থাকে
ভালবাসা চুম্বনের জন্য।

শুধু তোমার জন্য…
অনেক ভালবাসা মনের আকাশ জুড়ে।

অফুরন্ত রূপ-যৌবন গোপন চোখ দেখেছি অপরূপা স্নিগ্ধ সকাল…
উৎকন্ঠিত দিন কাটে রাত কাটে
তোমার কাছে মার্জনা না চেয়ে।
তোমার আত্মার সঙ্গে একাত্ম হওয়ার প্রতীক্ষায় প্রহর গুনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *